গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ চুরি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফতে আলী সিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফতে আলী সিকদারের বাড়ী মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামে।
মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, গত ৩০ জানুয়ারি রাতে ননীক্ষির গ্রামের ওমর শেখের পুকুরের মাছ চুরি হয়। পরদিন সকালে মাছ ধরার একটি জাল ফতে আলী সিকদারের বাড়ির সামনে পাওয়া গেলে ওমর শেখ ও তার চাচাত ভাই লিটন শেখসহ ৫/৬ জন মাছ চুরির অপবাদ দিয়ে তাকে বেদম মারধর করে।
সোমবার দুপুরে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।