ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এম গোলাম রহমান তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃহস্পতিবার বেলা আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হওয়ায় বিভাগের পক্ষ থেকে অধ্যাপক এম গোলাম রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যম জগতের দক্ষ ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
এছাড়াও অধ্যাপক গোলাম রহমানের সুদক্ষ নেতৃত্বে তথ্য কমিশন, তথ্য অধিকার আন্দোলনসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
Prev Post