রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট থেকে সোমবার হেরোইনসহ মো. মিলন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে রাজশাহীর গোদাবাড়ী থানার মৈশাল বাড়ি গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
গোয়ালন্দঘাট থানার এস.আই রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেলা পৌনে বারোটার দিকে তিনি দৌলতদিয়াঘাট মনোরমা সিনেমা হল সড়কের জলিল শেখের মুদি দোকানের সামনে পৌছলে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে যুবককে আটক করেন এবং তার পড়নের শাটের পকেট থেকে ৫২ গ্রাম হেরোইন জব্দ করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। পরে তাকে গোয়ালন্দঘাট থানায় নিয়ে আসে।
গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত যুবককে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
Prev Post