[ads1]চট্টগ্রামে দুটি এলাকায় দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন রেস্টুরেন্টের স্টোরকিপার রফিক (৪৫) ও সেলুনের কর্মচারী মমিন (২৫)।
কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুর রহিম জানান, চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে আল ফয়েজ বিরিয়ানি হাউসে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে স্টোরকিপার রফিক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন।
পুলিশের এ কর্মকর্তা জানান, স্বপন ত্রিপুরা (২২) নামের এক যুবক ১০-১৫ দিন আগে ওই হোটেলে কাজ করতে আসেন। কোনো কারণে রফিক ও তার মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রফিককে কুপিয়ে হত্যা করেন স্বপন ত্রিপুরা। বাধা দিতে গেলে আরেক সহকর্মীকেও কুপিয়ে আহত করেন স্বপন।
পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠায়। আহত ব্যক্তিকেও চমেকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।[ads2]
Next Post