চাঁদপুরে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কচুয়া উপজেলার আমুজান গ্রামের হামিদ আলীর ছেলে সিরাজ মিয়া (৪৮) ও মৃত আলী আজগরের ছেলে আমির হোসেন (৪৩)।
জানা যায়, ২০০৯ সালে ২৪ জুলাই কচুয়ার আম্মুজান এলাকায় দুই মাদক ব্যবসায়ীর ঘরে ও পার্শ্ববর্তী ডোবা থেকে পুলিশ ৪’শ এক বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পরে কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (ক) ধারা মোতাবেক দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪৫ দিনের মধ্যে দুই লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) সাইদুল ইসলাম জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। মাদকের বিরুদ্ধে রায় আসায় আমরা খুব খুসি।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যড. কামরুল ইসলাম জানান, আমরা ন্যায় বিচার পাইনি। হাইকোটে আপিল করা হবে বলেও জানান তিনি।
Prev Post
Next Post