সড়কে চলাচলসহ ইতিপূর্বে আটককৃত যানবাহনগুলো ছেড়ে দেয়ার দাবীতে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়ায় মহানন্দা ব্রিজের পশ্চিম পার্শ্বে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কে নসিমন. করিমন, ট্রলি ও ভুটভুটি চালকরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে। সকাল ৯টার দিকে এলোপাতাড়ি তাদের যানবাহন রেখে সড়ক অবরোধ করে। এতে মহানন্দা ব্রিজের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
এসময় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করে নিতে বলে।
এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ ও ওসি তাদের আগামীকাল মঙ্গলবার এবিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।