পাবনার চাটমোহর উপজেলার নিমাইচরায় নদী থেকে আজ রবিবার দুপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নিমাইচরা গ্রামের বাহাদুর প্রামাণিকের ছেলে মানিক হোসেন (৩৫), মৃত মইন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫), মজের প্রাং এর ছেলে নায়েব আলি (৪৪) ও সাহেব আলি (৩৮)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান। থানা সূত্রে জানা গেছে, দৈর্ঘদিন যাবৎ উপজেলার নিমাইচরা এলাকায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় দোষী সার্বস্থ করে ধারা ১৫ এর উপধারা ১ মোতাবেক প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।