হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরশহরে উত্তর বাজারে ভটভটির চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর গ্রামের মৃত মিলিক খানের পুত্র মিছির খান (৫৭) দুপুরে উত্তর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ভটভটিচাপা দিলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার থানায় নিয়ে যায়। এ সময় জনতা ভটভটি আটক করেছে।
Prev Post
Next Post