চুয়াডাঙ্গা উপজেলার শহরের ইসলামপাড়া থেকে ২৭৮ গ্রাম গাঁজাসহ গোলাম রসুল (৪৫), বিদ্যুত (৩৫) ও খলিল (৩৬) কে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গাংনি র্যাব ৬ এর বিজিও সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার ইসলামপাড়ার আলামত আলীর ছেলে গোলাম রসুল, আলোকদিয়া গ্রামের মৃত শারমান আলীর ছেলে বিদ্যুত ও আফসার আলীর ছেলে খলিলকে গাঁজাসহ আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মাদক আইন মামলা হয়েছে।