চুয়াডাঙ্গা উপজেলা শহরের পোস্ট অফিসের কাছে দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন বিপ্লবকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করেছে রেজওয়ান রিঞ্জান ও সিয়াম সহ তার লোকজন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিপ্লব শহরের আরামপাড়ার জাহিদ হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন বিপ্লব তার বন্ধু-বান্ধবের সঙ্গে কলেজ শহীদ মিনার থেকে পশু হাসপাতালের দিকে যাচ্ছিল। এসময় ৫টি মোটরসাইকেলে ৯-১০ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরে সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে দেখতে যান।
বিপ্লবের বাবা জাকির হোসেন জানান, দলীয় কোন্দলের জের ধরে রেজওয়ান, রিঞ্জান ও সিয়ামসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু জানান, দলীয় কোন্দলের জের ধরে অনিক গ্রুপের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হামলার কারণ জানা যায় নি। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল হাসান বাদী হয়ে থানায় রেজওয়ান, রিঞ্জান ও সিয়ামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের নামে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
Prev Post
Next Post