চুয়াডাঙ্গায় বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা (এমপিও/ননএমপিও) শিক্ষক কর্মচারীদের শর্তহীনভাবে অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি ও চাকরি জাতীয়করণের দাবিতে সোমবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা জেলার প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে আলোচনাসভা, মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রউফুন নাহার রিনা, তাইজেল হোসেন, আলাউদ্দীন, আব্দুল মান্নান, সাইদুর রহমান, নুর মোহাম্মদ, তৈয়ব আলী, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, মীর হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শহীদ হাসান চত্বরে মানববন্ধন, ৩ মিনিট অবরোধ ও পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাস আনজুমান আরার নিকট শিক্ষক নেতৃবৃন্দ স্মারকলিপি তুলে দেন। শিক্ষক নেতৃবৃন্দ আল্টিমেটাম দেন আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ করে দেয়া হবে।