চৌদ্দগ্রামে যৌথবাহিনী ও ছাত্রলীগের অভিযান, পাঁচ জামায়াত-শিবির নেতাকর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
চৌদ্দগ্রামে যৌথবাহিনী ও ছাত্রলীগের অভিযান অব্যাহত রয়েছে। তারা গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত চৌদ্দগ্রাম সদরের বিভিন্ন গ্রামে অন্তত পাঁচ জামায়াত-শিবির নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। যৌথবাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ভাঙচুর এবং লুটপাট চৌদ্দগ্রামে রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে বলে উপজেলা জামায়াতের প থেকে দাবি করা হয়েছে। প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ও মুখোশ পরিহিত ছাত্রলীগ সন্ত্রাসীরা চৌদ্দগ্রাম উপজেলা সদরের জামায়াত নেতা পূর্ব চাঁন্দিশকরা গ্রামের কাজী এয়াছিন, পশ্চিম ধনমুড়ি গ্রামের ফজলু মোল্লা, রামরায় গ্রামের মাসুদ করিম-মাসুম বিল্লাহ এবং লক্ষ্মীপুর গ্রামের শিবিরকর্মী লিমনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ভুক্তভোগী পৌর জামায়াত নেতা পূর্ব চাঁন্দিশকরা গ্রামের কাজী এয়াছিন অভিযোগ করেন, কয়েক দিন ধরে যৌথবাহিনীর ভয়ে তিনি বাড়িতে থাকতে পারছেন না। বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে যৌথবাহিনী ও মুখোশ পরিহিত ছাত্রলীগ ক্যাডাররা তার বাড়িতে হানা দেয়। তারা কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ফ্রিজ, টিভিসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পশ্চিম ধনমুড়ি গ্রামের ফজলু মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে ঘরের টিভি, ফ্রিজ, কম্পিউটার, সুটকেজ, সোফাসহ যাবতীয় আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় মুখোশ পরিহিত ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ তাণ্ডবে প্রায় ২০ লাখ টাকার তি হয়েছে বলে জামায়াত নেতা ফজলু মোল্লা দাবি করেন। একইভাবে তারা পৌর এলাকার রামরায় গ্রামের জামায়াত নেতা মাসুম বিল্লাহ ও মাসুদ করিমের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মুখোশ পরিহিত ছাত্রলীগ ক্যাডাররা মাসুম বিল্লাহের স্ত্রীর ৮-৯ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ওই রাতে লক্ষ্মীপুর গ্রামের শিবিরকর্মী লিমনের বাড়িতেও অভিযান চালিয়ে তাকে না পেয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়। উপজেলা জামায়াতের আমির মো: শাহাবউদ্দিন ও সেক্রেটারি শাহ মিজানুর রহমান বলেন, যৌথবাহিনী ও ছাত্রলীগ-যুবলীগ রাতের গভীরে একের পর এক জামায়াত-শিবির নেতাকর্মীদের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে, যা রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। যৌথবাহিনী ও সশস্ত্র ক্যাডারদের হাত থেকে রা পাচ্ছে না নারী ও শিশুরাও।