ছাগলনাইয়া থানা পুলিশ ১শ’ কেজি গাজাসহ একটি ট্রাক আটক করেছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের শুভপুর চৌরাস্তার মোড়ে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ গাজা আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খাঁন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯০টি প্যাকেটের মধ্যে ১শ’ কেজি গাজা আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল খায়ের প্রকাশ বড় মিয়া পালিয়ে যায়। পুলিশ গাজাসহ ট্রাকটি আটক করে (ট্রাক নং: ফেনী-ট-১১-০১৪২)। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খাঁন চৌধুরী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আবুল খায়ের ছাগলনাইয়ার মটুয়া গ্রামের আলী আহাম্মদের পুত্র। খবর পেয়ে ফেনীর সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম ছাগলনাইয়া থানায় পরিদর্শনে আসেন।
Prev Post
Next Post