ভোলা জেলা প্রতিনিধিঃ গতকাল রাতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা চরফ্যাশন উপজেলার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়। উক্ত সভার শেষ পর্যায়ে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে আব্দুল্লাহ পুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নূর হোসেন সিনিয়র নেতাদের সাথে খারাপ আচরণ ও অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকলে সিনিয়র নেতারা বুঝাতে চেষ্টা করে। কিন্তু সে আরও ক্ষিপ্ত হয়ে সিনিয়র নেতাদের মুখে মিষ্টির প্যাকেট ছুড়ে মারে। এই অবস্থাকে সকলে সামাল দিতে চেষ্টা করলেও নুর হোসেন সহ্যের সিমা ছাড়িয়ে যায়, তখন উক্ত উপজেলার আওয়ামীলীগ নেতা কর্মীরা তাকে গলা ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়।
পরে এই ঘটনার সততা যাচাই করার জন্য নুর হোসেন কে একাধিক বার ফোন করা হলেও সে ফোন রিসিভ করেনি। উপজেলা ছাত্রলীগ সভাপতিকে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। তবে সিনিয়র নেতাদের সাথে কথা বলে বোঝা গেল যে তারা এমন ঘটনায় আন্তরিক ভাবে খুবি কষ্ট পেয়েছেন।