ছিল না কোন শত্রুতা, চাওয়া হয়নি কোন মুক্তিপণ! অপহরণ নাকি অন্য কিছু জানা যায়নি। তার পরেও লাশ হতে হলে চার অবুঝ শিশুর।
হবিগঞ্জের বাহুবলে লাশ মিলেছে নিখোঁজ চার শিশুর। বুধবার সকালে লাশ উদ্ধারের পর বাহুবলসহ জেলা জুড়ে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস-ভারি হয়ে আছে। চলছে শোকের মাতম।
শিশুদের আত্মীয় স্বজনদের দাবি তাদের সঙ্গে কারো ছিল না কোনো শত্রুতা। এমনকি কোন মুক্তিপণও চাওয়া হয়নি পরিবারে কাছে। তবুও কেন এমন হলো? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে কিছুতেই এ ঘটনা মেনে নিতে পারছেন না নিহত শিশুদের পরিবার। কি দোষ ছিল ওই শিশুদের এ প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ঈসাবিল এলাকায় বালু উত্তোলন করতে গেলে শ্রমিকরা বালুর উপরে এক শিশুর হাত দেখতে পান। পরে একে একে ৪ শিশুর নিথর দেহের খোঁজ মিলে। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, শ্রীমঙ্গল র্যাব ৯ এর এএসপি কাজী মনিরুজ্জামান, জেলা গোয়েন্দা ওসি মোকতাদির হোসেন ও বাহুবল থানার ওসি মোশারফ হোসেন পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
এদিকে, ৪ শিশুর লাশ পাওয়া গেছে খবর এলাকায় ছড়িয়ে গেলে নিহতদের স্বজনরা ও স্থানীয় এলাকাবাসী ঈসাবিল এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়। এ সময় স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতস-ভারি হয়ে উঠে।
দুপুর আড়াইটার দিকে পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Prev Post