চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে ভোট কেন্দ্র থেকে জামায়াত সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীর লোকজন। রোববার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামায়াত সমর্থিত পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় সরকারদলীয় লোকজন তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এ ঘটনায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে, তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না। তাদের কাছে প্রশ্ন করা হলে তারা জানায়, ভোটকেন্দ্রে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।