চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ব্যাটালিয়ন কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬২/২ টি পিলারের কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের নতুন পাড়া বিওপির কমান্ডার হাবিলদার আবুল কালাম এবং বিএসএফের পক্ষে বানপুর ক্যাম্প কমান্ডার কেষ্টপার খুজুর। এ বৈঠকে সীমান্তে মানুষ হত্যা, নারী-শিশু পাচার রোধ, মাদক ও বিভিন্ন পণ্য চোরাচালানী প্রতিরোধের বিষয়ে ব্যাপক আলোচনা হয়।