দিনাজপুরের বিরামপুরকে জেলা বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালিত হয়েছে। এসময় শহরের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ অফিস ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ সময় দিনাজপুর থেকে ঢাকা গামী দূরপাল্লা বাস, ট্রাক, রেলযোগাযোগ বন্ধ ছিল। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্র-ছাত্রী, নারী ও বিভিন্ন পেশার মানুষেরা শহরের ঢাকামোড়ে এসে গণজমায়েতে অংশ নেয়। এ সময় বিরামপুরের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।
এসময় মোবাইল ফোনে বক্তব্য দেন, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর। গণজামায়েতে বক্তব্য করেন, বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আল মারুফ ট্রাস্টের সাধারণ সম্পাদক ড. এনামুল হক, বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিম, পৌর কাউন্সিলর শওকত আলী, সাংবাদিক মাহমুদুল হক মানিক, মোর্শেদ মানিক, জেলা বাস্তবায়নের সাবেক সভাপতি অ্যাড. মওলা বক্স, প্রবীণ নেতা আজিজ সরকার সহ অনেকে নেতৃবৃন্দ। বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।
Prev Post
Next Post