ঝালকাঠিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেললন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৈয়দ হোসেনকে সভাপতি, শাহদাৎ হোসেনকে সাধারন সম্পাদক ও শামীম আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে ।
জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মোমিন উদ্দিন খলিফা, শামীম আলম বাবু, নাসিমুল হাসান, আক্কাস সিকদার, এবিএম আমিনুল ইসলাম, রেজাউল হক আজিম, খান শহিদুল ইসলাম, আনিছুর রহমান, তরিকুল ইসলাম, মিজানুর রহমান মুবিন ও ফয়সাল খান।
Next Post