ঝালকাঠি: জেলার রাজাপুরে পুলিশকে আহত করে ছাত্রলীগ নেতার ওপর হামলার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের একাংশের নেতা সাইফুজ্জামান রুবেলের ওপর হামলার মামলার আসামি অপু মৃধাকে উপজেলার সাতআনি ব্রিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে আসার পথিমধ্য উপজেলার বাইপাস মোড় এলাকায় ছাত্রলীগের অপর অংশের নেতাকর্মীরা আসামি অপুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনায় আটককারী এসআই মশিউর রহমান আহত হয়েছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান জানান, আসামি অপুকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় বাইপাস এলাকায় তাদের পথরোধ করে ছিনিয়ে নেয়। পরে আসামি অপুকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।