বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সারাদেশে বিচার বর্হিভূত হত্যাকান্ডর প্রতিবাদে এবং সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা যুবদল। শুক্রবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাবেয়া হাসপাতালে সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিনাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.এম এ মজিদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, জেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, মীর ফজলে এলাহী শিমুল, মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন, পৌর যুবদলের নেতা লোকমান হোসেন, রোকনুজ্জামান, রবিউল ইসলাম মাহফুজুর রহমান ইপিআরসহ প্রমুখ। সমাবেশ চলাকালে পুলিশ এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয় যায়।