ঝিনাইদহ: সদর উপজেলার উদয়পুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উদয়পুর গ্রামের আজিজুল হক ও গোলাম রসুলের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে সকালে ওই গ্রামে নজরুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আনারুলের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ৭ জন আহত হয়।আহত হলেন- ওই গ্রামের জবেদ আলী বিশ্বাসের ছেলে জামাল উদ্দিন (৫৫), কামাল উদ্দিন (৪০), আকিমূল বিশ্বাস (৩৮), লতা শাহ’র ছেলে আনোয়ার শাহ্ (৪২), লতিফ বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৭০)সহ ৭ জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলামেইলকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।