ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ২৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল শফিকুল ইসলাম জানান, বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ বুধবার সকাল থেকে রাত পযর্ন্ত অভিযান চালায়।
সে সময় শৈলকুপা উপজেলা থেকে সাতজন, সদর থেকে নয়, হরিণাকুন্ডু থেকে দুই, কালীগঞ্জ থেকে চার, মহেশপুর থেকে তিন ও কোটচাঁদপুর উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।