টঙ্গীতে ৪ শতাধিক ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো টঙ্গীর আনার কলি রোড এলাকার নুরুল আমিন পাঠানের ছেলে আবদুর রহিম রানা পাঠান, মাজার বস্তি এলাকার লোকমান হোসেনের ছেলে সোহেল মিয়া ও কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার মজিবুর রহমানের ছেলে নূর ইসলাম। মঙ্গলবার রাতে টঙ্গী বাজার এলাকায় ওয়ালটন শোরুম থেকে তাদের আটক করা হয়।
টঙ্গী থানার এএসআই জহির উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকায় আশরাফ সেতু ভবনের পাশে ওয়ালটন শোরুমে অভিযান চালানো হয়। এ সময় আবদুর রহিম রানা পাঠান, সোহেল মিয়া ও নূর ইসলাম আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ শতাধিক ইয়াবা পাওয়া যায়। আবদুর রহিম রানা পাঠান আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে থাকে এবং সোহেল মিয়া ওই ওয়ালটন শোরুমের মালিক।
Prev Post