টঙ্গী বাজার এলাকার দুটি আবাসিক হোটেল থেকে গতকাল রবিবার সন্ধ্যায় দুই মালিক, দুই ব্যবস্থাপক, যৌনকর্মী ও খদ্দেরসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. গোলাম সবুর ও টঙ্গী মডেল থানার ওসির নেতৃত্বে একটি অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় টঙ্গী বাজার এলাকার স্থানীয় নারী কাউন্সিলর সাহারা আক্তার মৌসুমী ও তাঁর স্বামী মিজানুর রহমান বাবুলের মালিকানাধীন হোটেল হলিডে ইন এবং এস এস শামীম ও সর্দার আমিনুর রহমানের মালিকাধীন হোটেল অনামিকায় পুলিশ অভিযান চালায়। শামীম ও সর্দার আমিনুর রহমান পুলিশের হাতে আটক হলেও ধুরন্ধর বাবুল কৌশলে পালিয়ে যান।
অন্য আটক ব্যক্তিরা হলেন মো. সেলিম, মো. কাঞ্চন, হোটেল ব্যবস্থাপক এনামুল হক, তপন মিয়া, ব্যবস্থাপক জলিল মিয়া, বাদশা মিয়া, রানা মিয়া, ইসমাইল হোসেন, মন্টু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও সুজন।