গাজীপুরের পূবাইলে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। নিহত মো. কামাল হোসেনের (৪৯) বাড়ি নরসিংদীর ঘোড়াশালে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মোজাম্মেল হক জানান, কামাল হোসেনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া স্বাধীন (৩২) নামে আরও একজন বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান। তার অবস্থা ভাল নয়।
গত শনিবার ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানা বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ওই কারখানার মালিক হচ্ছেন গাজীপুরের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার মো. ইমান উদ্দিন (৪৭)। এখানে পুরনো টায়ার গলিয়ে ফার্নেস অয়েল বের করা হতো।
এ ঘটনায় পূবাইল পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম সারোয়ার জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে কারখানার মালিকসহ তিনজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
Next Post