গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের তেলের ট্যাংক বিস্ফোরণে ২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলাম (৩২)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মাহফুজ মোল্লা (৩০)কে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন, দুপুরের দিকে কমফোর্ট লাইন বাসের ফোরম্যান সাইফুল গাড়ির তেলের ট্যাংক মেরামত কাজের জন্য গ্যারেজ মালিক মাহফুজের দোকানে নিয়ে যায়। গ্যাসঝালাই দিয়ে মেরামতের এক পর্যায়ে তেলের ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে বাসের ফোরম্যান ও গ্যারেজ মালিক আহত হয়।
Prev Post