কক্সবাজারের টেকনাফে ৮০ রাউন্ড কার্তুজসহ রোহিঙ্গা জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ সালাম (৪০) রোহিঙ্গা আরকান মুজাহেদিন জামাতে ইসলাম নামের একটি জঙ্গি সংগঠনের সদস্য। তিনি মিয়ানমারের মংডু শহরের খুললম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বাহারছড়া এলাকায় তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। মিয়ানমারের এই নাগরিকের পায়ের সঙ্গে মোড়ানো ৮০ রাউন্ড শর্টগানের গুলি পাওয়া যায়। এসময় তার কাছে উর্দু ভাষায় লিখিত কিছু কাগজপত্রও পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ সালাম রোহিঙ্গা আরকান মুজাহেদিন জামাতে ইসলামের সদস্য এবং গুলিগুলো তাদের নেতা ইসলামের কাছে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।