টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লেদা বিওপির বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস মরন নেশা ইয়াব বড়ি উদ্ধার করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৪ মে দুপুর সাড়ে ১২ টার দিকে ৪২ বিজিবির লেদা বিওপির নায়েব সুবেদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুরা নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকাটি নদীর কিনারায় রেখে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত নৌকাটি তল্লাশী করে উক্ত ইয়াবা গুলো পাওয়া যায়। জব্দকৃত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে বলে উক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। ৪২ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।