কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ ২ মানবপাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার সৈয়দ আমিরের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকার মোহাম্মদ মিয়ার স্ত্রী রেহেনা আক্তার (২৮) ।
জানা গেছে, ৬ ফেব্রুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই মাসুমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ উল্লাকে আটক করে। একই সময়ে এএসআই গোবিন্দ একদল পুলিশ নিয়ে হোয়াইক্যংয়ের কম্বনিয়ায় অভিযান চালিয়ে রেহেনা আক্তারকে আটক করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মানবপাচারের মামলা রয়েছে এবং আটক মানব পাচারকারীদের কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Prev Post
Next Post