গাজীপুরে সোয়েটার কারখানার গোডাউনে ডাকাতির সময় এলাকাবাসী ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার ভোর রাতে গাজীপুর মহানগরের মধ্যগাছা এলাকার মা অ্যাপারেলস কারখানার গোডাউরন ডাকাতি সংঘটিত হয়। আটককৃত ডাকাতরা হলো জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার হবি মিয়ার ছেলে ইব্রাহিম, কিশোরগঞ্জ সদর উপজেলার মৃত নায়েব আলীর ছেলে রাজু এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শহিদের ছেলে শাহিন।
কারখানার ব্যবস্থাপক মো. সালেক হাওলাদার জানান, বুধবার ভোর ৪টার দিকে একটি ট্রাকযোগে ১৫/১৬ জনের একদল ডাকাত মা অ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। রাতে গোডাউন থেকে সুতার বস্তা ট্রাকে তোলার সময় পাশ্ববর্তী ওয়েসিস কারখানার এক শ্রমিক ডাকাতির ঘটনা টের পান। তিনি ডাকাতদের রাতে ট্রাকে মালামাল ওঠানোর কারণ জানতে চাইলে ডাকাতরা শ্রমিক মনির হোসেনকেও বেঁধে ফেলে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন বের হতে থাকলে ডাকাতরা মালামালসহ ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ডাকাত ও সুতাবাহী ট্রাকটির পিছু ধাওয়া করে। এ সময় ট্রাকের উপর থেকে ৩ ডাকাত লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার ৫ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে বলেও জানান তিনি।
জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। মাল উদ্ধারে অভিযান চলছে।
Next Post