নরসিংদীতে ডিবি পুলিশের পরিচয়ে সংবাদপত্র বহণের নরসিংদী থ ১১-০৭৩৯ নামের একটি সিএনজি ছিনতাই করে নিয়েছে ছিনতাইচক্রকারী। সোমবার ভোরে নরসিংদী সদরের বাঘহাটা এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
এ সময় ছিনতাইকারীরা সিএনজি চালক মোজাম্মেল হককে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
মোজাম্মেল নরসিংদী জেলা সংবাদপত্র এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক ও পলাশ উপজেলার পত্রিকা এজেন্ট আজিজুল হক এর পত্রিকা সরবরাহ কাজে নিয়োজিত ছিল।
এ ব্যাপারে এজেন্ট আজিজুল হক জানান, মোজাম্মেল দীর্ঘদিন যাবৎ পত্রিকা সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে।
প্রতিদিনের মত ভোরে পত্রিকা পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে নরসিংদীর বাঘহাটা এলাকায় পৌছালে একটি সাদ রং এর মাইকোবাস থেকে পাঁচ থেকে ছয় জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে লাঠি দিয়ে পিটাতে থাকে এবং অচেতন করে সাহেপ্রতাপ এলাকার রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি নিয়ে চলে যায়।
পরে কয়েক জন পথচারী তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে এজেন্ট আজিজুল হক নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।