ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। একটি বিশেষ রাজনৈতিক মহল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাশ ফেলার চক্রান্ত করছে। আজ সকালে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাবি উপাচার্য এসব কথা বলেন। ‘আমি বলছিলাম যে, আমাদের মতো দেশে একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করা বা যেকোনো প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে করতে হয়। যেমন : পৃথিবীর কোনো দেশে দেখা যাবে না, একটা বিশ্ববিদ্যালয় চলছে, সেটাকে বন্ধ করা, সেটাকে ক্ষতিগ্রস্ত করা, শিক্ষাব্যবস্থাকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া—এটা কিন্তু দেখা যাবে না’, বলেন ঢাবি উপাচার্য। ‘কিন্তু আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়কে অচল করা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যাতে চলতে না পারে, সে জন্য ষড়যন্ত্র, চক্রান্ত করা—এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ করি। এমনকি এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিয়েছে, তাদের বক্তব্য যদি শোনা যায়, যে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ডেড বডি (লাশ) ফেলা যায়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক’, যোগ করেন উপাচার্য। আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীন তথ্য কমিশন গঠনের কারণে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, এনডিসি বিকাশ বিশ্বাস, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।