জেলার ফুলবাড়ী থানায় আনিসুর রহমান (৩৭) নামে এক আসামি আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। আনিসুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার মোজাহার হোসেনের ছেলে।
শনিবার দুপুরে থানায় নেয়ার ১৫ মিনিটের মধ্যে গলায় কম্বল পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে ফুলবাড়ী থানা পুলিশ দাবি করে।
পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আনিসুর রহমানকে শুক্রবার গভীর রাতে আটক করে। পরে শনিবার দুপুরে তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করার ১৫ মিনিট পর গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।