চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুরে জোহরা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে।
নিহত জোহরা খাতুন উপজেলার কোমরপুর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী এবং তিন সন্তানের জননী। জানা যায়, শুক্রবার বিকেলে জোহরা খাতুনের সঙ্গে তার স্বামী সাংসারিক কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। এতে সে স্বামীর ওপর অভিমান করে সবার অজান্তে বিষপান করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Next Post