
ঝালকাঠির রাজাপুর, বরিশালের আগৈলঝাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালবৈশাখী ঝড়ে ২৪টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। দুই শতাধিক কাঁচা ও আধাকাঁচা ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ২১ জন আহত হয়েছেন।