মাদারীপুর প্রতিনিধি : দোয়া চাইতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বিএনএফ’র এমপি প্রার্থী হাবিবুর রহমান আজাদ। মাদারীপুর-৩ আসনের স্থানীয় ছাত্রদলের কাছে দোয়া চাইতে গেলে এ ঘটনার শিকার হন তিনি।
সোমবার স্থানীয় পৌর মার্কেটে বিএনপির কার্যালয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিএনএফ দলীয় সুত্রে জানা গেছে, এমপি প্রার্থী হাবিবুর রহমান আজাদ তাদের দলীয় প্রতীক টেলিভিশনের জন্য দোয়া চাইতে যান। সেখানে দোয়া চাওয়ার সময় উপজেলা ও পৌর ছাত্রদলের ৩০/৩৫ জন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান আজাদকে গণপিটুনি দেয়।
কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আবদুল হাই বলেন, “আমরা বিএনপির কর্মী, আমাদের কাছে কেন টেলিভিশনের জন্য দোয়া চাইতে এসেছে। এ কারণে উত্তেজিত কিছু নেতাকর্মী পিটুনি দিয়েছে বলে জেনেছি।”
এমপি প্রার্থী হাবিবুর রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কোন কথা বলতে চাননি।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।