নরসিংদী পৌর শহরের বীরপুর এলাকায় ওমর ফারুক (২৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ফারুক একই এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে।
তিনি নরসিংদী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। পুলিশ জানায়, রাতে বীরপুর এলাকায় দুর্বৃত্তরা ফারুককে গলা কেটে হত্যা করে। টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।