‘এবারের অঙ্গীকার, কারাগার হবে সংশোধনাগার’ এ উপপাদ্যে কারা সপ্তাহ ২০১৬ উদযাপন করেছে নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে নরসিংদী জেলা কারাভ্যন্তরে বন্দীদের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কারাবন্দীদের দ্বারা দেশাত্ববোধক গান, লালনগীতি, আধুনিক গান, কবিতা ও কৌতুক পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রেহান উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেল সুপার মো. জাকের হোসেন, ডেপুটি জেলার হাসনা জাহান বিথী ও আবু সালাম তালুকদার ও অন্যান্য কারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে মঙ্গলবার রাতে কারা প্রাঙ্গণে কারা কর্মকর্তা-কর্মচারীদের এক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানসহ বিভিন্ন পর্যায়ের বিচারক ও কর্মকর্তা বৃন্দ।
Prev Post
Next Post