নসিমন উল্টে চালক নিহত, আহত ৩

0

Nosimonশৈলকুপায় নসিমন উল্টে রোকন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নসিমনের আরও তিন যাত্রী।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন হরিনাকুণ্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের সাইদুলের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলামেইলকে জানান, রোকন ও রনিসহ আরও কয়েকজন নসিমন নিয়ে ভাটই থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুধসর ইউনিয়নের চাঁদপুর নামক স্থানে পৌঁছলে নসিমন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোকন মারা যান। এ সময় ওই নসিমনে থাকা রনিসহ আরও তিন জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রোকনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More