নারায়ণগঞ্জ বন্দরে উপকর কমিশনারের কার্যালয়ের প্রধান সহকারী লোকমান হোসেনের বাড়ির কেয়ার টেকার মোতালেব হোসেন (৬৫) সিএনজি চাপায় নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সকালে সোনারগাঁ-নবীগঞ্জ সড়কে বন্দরের তিনগাঁও ভদ্রাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক সিএনজিটি আটক করেছে। তবে সিএনজি চালক পলাতক রয়েছে।
নারায়ণগঞ্জ উপকর কমিশনারের প্রধান সহকারী লোকমান হোসেন বলেন, তার বাগান বাড়ির কেয়ারটেকার মোতালেব হোসেন আড়াই বছর যাবত কাজ করত। সকালে তিনি তিনগাঁও রাস্তার পাশ থেকে নাস্তা খেয়ে বাড়িতে ফেরার সময় রাস্তা পারাপারের সময় বেপোরেয়োভাবে সিএনজি এসে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু নিহত ব্যক্তিকে পুলিশ যাওয়ার আগেই হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Prev Post