আগামী ৫ জানুয়ারি নারায়ণগঞ্জকে দখল করে নিজের আয়ত্বে রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার বিকেলে শহরের ২নং রেল গেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘সোমবার সকাল থেকে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সুলতানা কামাল সড়কে নেতাকর্মীরা অবস্থান নেবে। সোনারগাঁয়ে কাঁচপুর সেতুর দুই পাড়ই থাকবে আওয়ামী লীগের দখলে। ফতুল্লার সাইনবোর্ড, পঞ্চবটি ও পাগলার তিনটি স্পটে নেতাকর্মীরা থাকবে। শিমরাইল মোড়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের লোকজন থাকবে।’
তিনি বলেন, ‘সোমবার প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীরা স্ব স্ব ওয়ার্ডে কাজ করবেন। যদি কোনো ওয়ার্ডে জামায়াত-শিবির ও বিএনপি নাশকতা করে তাহলে বুঝতে হবে ওই ওয়ার্ড ব্যর্থ।’
নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘আপনারা সাবধান থাকুন। আমরা নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াত ও শিবিরের সবার বাড়ি চিনি। নাশকতা করবেন তো বাড়ি থেকে ধরে এনে আনবো। জনগণ আপনাদের রেহাই দিবে না। কঠোর ভাষায় জবাব দেয়া হবে। আপনারা যে ভাষায় কথা বলবেন আমরাও সে ভাষাতেই কথা বলাবো। অতএব বি কেয়ারফুল।’
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, সদরের ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সাবেক ছাত্রলীগ নেতা জিএম আরাফাত, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল প্রমুখ।