জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ভারীযান চলাচলের রাস্তা নির্মাণকারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ ইসলাম বিটুকে রোববার দুপুরে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বায়জিদ ইসলাম বিটু আক্কেলপুর পৌর সদরের মানিকপাড়া মহল্লার বাসিন্দা।
বায়জিদ ইসলাম বিটু পৌর সদরের সোনামুখী এলাকায় মাহিন চালকলের সামনে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে যান চলাচলের রাস্তা করে তুলসীগঙ্গা নদী থেকে অবাধে বালু তুলে বিক্রি করছিলেন। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুপুরে থানা পুলিশ বিটুকে তার বাসা থেকে গ্রেফতার করেন।
নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে রাস্তা বের করা ও নদী পাড়ে বালু কেটে নেয়ার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ ইসলাম বিটু বলেন, আমি পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছি। নির্বাচনে আমার প্রচুর টাকা নষ্ট হয়েছে। তাই নির্বাচনের খরচা পুষিয়ে নিতে নদীর বালু কেটে বিক্রি করছি। বালু কাটা শেষ হলেই বাঁধের রাস্তা মাটি দিয়ে ভরাট করে দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোঃ শাহনেওয়াজ বলেন, তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্র্যাক্টর চলাচলের রাস্তা করার অভিযোগে বায়জিদ ইসলাম বিটুকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বায়জিদ ইসলাম বিটুকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, বায়জিদ ইসলাম বিটু একটি প্রতারণা মামলার তালিকাভুক্ত আসামি। এ জন্য তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
Prev Post