নীলফামারীর সৈয়দপুরে মৃত্যুর প্রায় ৭ ঘণ্টা পর লাশের নড়াচড়া নিয়ে তোলপাড় হয়েছে। পরে জানাজা বন্ধ করে ওই মহিলাকে হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের এক সন্তানের জননী সুফিয়া খাতুন (৪০) সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন স্থানীয় চওড়া বাজারের একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত হিসেবে ঘোষণা করেন। দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হয়। রাতে জানাজার জন্য যখন মৃতাকে নামাজের সামনে রাখা হয়, তখন মৃতার নড়াচড়া চোখে পড়ে কয়েকজনের। এ খবর মুহূর্তে গ্রামে ছড়িয়ে পড়ে। ওই মৃতাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে চিকিৎসক শেখ নজরুল ইসলাম জানান, এটি দৃষ্টিভ্রম হতে পারে। তিনি বলেন, কয়েক ঘণ্টা পরেও মৃত ব্যক্তির শরীরের পেশি সংকোচন-প্রসারণ হয়। যা ‘রাইগর মোরটিস’নামে পরিচিত।