নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সুন্দরী রানী (২০) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। সে জেলার সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের কুকড়াডাঙ্গা গ্রামের ভৈরব চন্দ্র রায়ের মেয়ে। নিহত সুন্দরী রানী জেলা শহরের গোল্ড টাইমিং বিডি গার্মেন্টস এর শ্রমিক।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের কৃষিফার্ম মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাই সাইকেলে করে বাড়ী থেকে কর্মস্থলে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।