নোয়াখালীর সোনাইমুড়িতে দেওটি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মিলন সরকারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার মধ্যরাতে দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মিলন স্থানীয় সারেং বাড়ির নাদেরুজ্জামানের ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়দেব বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা মিলনের মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেশনের ব্যবসা রয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে মিলন বাড়ির পাশের জলাশয়ে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।