চাকরি জাতীয়করণের দাবিতে তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছে নড়াইলের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এদিকে হঠাৎ করে কর্মবিরতি পালন করায় বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) জেলা শাখার সভাপতি সাগর সেন জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা তৃণমূলের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১১ সালে আমাদের নিয়োগ দেন।
জেলায় ৯৪ জন সিএইচসিপি কর্মরত রয়েছেন। একাধিকবার জাতীয়করণের জন্য চিঠি দেয়া হলেও আজো করা হয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপও কামনা করেন তিনি।
Next Post