সারদা ডিগ্রী কলেজে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের মত বিনিময় সভা চলাকালিন সময়ে ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও উপস্থিত লোকজন আতংকিত হয়ে পড়ে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা ডিগ্রী কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরে মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজশাহীর উদ্দ্যেশে রওনা হোন।
স্থানীয়রা জানান, শুক্রবার পূর্ব নির্ধারিত সারদা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সে মোতাবেক ওই কলেজের সভাপতি হিসেবে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম সন্ধ্যার দিকে কলেজের ২য় তলায় হলরুমে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মত বিনিময় শুরু করেন। মন্ত্রী কলেজে আসার প্রায় আধা ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সভা চলাকালিন সময়ে ভবনের সামনে ফাঁকা জায়গায় হঠাৎ করেই দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় উপস্থিত লোকজন আতংকিত হয়ে দিকবীদিক ছুটাছুটি শুরু করেন। তাৎক্ষনিক সময়ে পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের খুঁজতে সাড়াশি অভিযান শুরু করেন। এ দিকে ককটেল বিস্ফোরণেঁ মন্ত্রী দ্রুত মত বিনিময় শেষ করে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি রাজশাহীর উদ্দ্যেশে রওনা হোন।
এ দিকে এ ঘটনার জন্য চারঘাট উপজেলা আওয়ামী লীগ জামাত-বিএনপিকে দায়ী করে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম বলেন, জামায়াত-বিএনপি অরাজকতা ও আতংকিত করতে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় মন্ত্রী বা কারো কোন ধরনের ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিপুর্বে সারদা এলাকায় সাবেক স্বররাষ্ট্র মন্ত্রী ও বর্তমানে স্বাস্থ্য মন্ত্রী নাসিমের গাড়ী বহরে জামায়াত-বিএনপি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিল। আমার ধারণা- জামায়াত-বিএনপিই আতংকিত করার লক্ষ্যে কাপুরুষের মতো এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে পুলিশকে ইতিমধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, মন্ত্রীর সভা চলাকালিন সময়ে ভবনের সামনে ফাঁকা জায়গায় হঠাৎ করেই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের ধরতে ইতিমধ্যে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান ওসি আলমগীর হোসেন।