চট্টগ্রাম: পাকিস্তানি পতাকায় ঘৃণার আগুন দিতে গিয়ে নিজেরাই ঝলসে গেছেন চট্টগ্রামের সাবেক ও বর্তমান ছয় ছাত্রলীগ নেতা। শুক্রবার বিকেলে নগরীর জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, নগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন, আরশেদুল আলম বাচ্চু, নগর ছাত্রলীগ নেতা সৌমেন বড়ুয়া ও আবুল তালেব।
নগরীর জিইসি মোড় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তারা।
আহত হাবিবুর রহমান তারেক সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর পাক পার্লামেন্টে নিন্দা জানিয়ে যে প্রস্তাব পাস হয়েছে তার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এরই অংশ হিসেবে ছাত্র স্কোয়াডের আয়োজনে জিলা পরিষদ চত্বরে পাকিস্তানি পতাকা ও রাজনীতিবিদ ইমরান খানের ছবিতে আগুন দেয়ার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, এমইএস কলেজের ছাত্রলীগ নেতা সৌমেন বড়ুয়া অকটেন ঢেলে পতাকা ও ছবিতে আগুন ধরাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশে যারা ছিলেন তাদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের বিজয় মেলার ছাত্র স্কোয়াড নামের একটি প্রগতিশীল সংগঠন এ কর্মসূচির আয়োজন করেছিল।