বরগুনার পাথরঘাটা পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করার প্রতিবাদে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে পাথরঘাটা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপেল্গক্সের সামনে পৌরসভা মেয়রের পাবলিক ডাস্টবিন নির্মাণ করার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় শহরে মুক্তিযোদ্ধারা এ বিক্ষোভ ও মানববন্ধন করেন। শেখ রাসেল স্কোয়ারে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের কাছে বিচার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল মান্নান হাওলাদার বলেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জামায়াত-শিবিরের সঙ্গে যোগসাজশে মুক্তিযোদ্ধাদের সমাজে হেয় করার জন্য তাদের অফিসের সামনে রাতের আঁধারে পাবলিক ডাস্টবিন নির্মাণ করেছেন এবং কমপ্লেক্সের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছেন। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, মুক্তিযোদ্ধা শহিদুল আলম ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন। মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন জানান, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহাবুব খান পাবলিক ডাস্টবিন নির্মাণ করেছেন; তবে কোথায় করেছেন তিনি তা দেখেননি। বিষয়টি তার অনুমতি নিয়ে করা হয়েছে। পরে মুক্তিযোদ্ধারা অভিযোগ দেওয়ার পর তা ভেঙে ফেলা হয়েছে।